Saturday, March 27, 2021

পণবন্দি ছাত্রের মৃতদেহ উদ্ধার লজ থেকে , নদিয়ায় চাঞ্চল্য



নিজস্ব প্রতিনিধি : তিন দিন ধরে নিখোঁজ থাকার পর গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হলো এক কলেজছাত্রের মৃতদেহ। নদীয়ার ধুবুলিয়ার একটি বেসরকারী লজের শৌচালয় থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সৌরভ কীর্তনীয়া বয়স 22,  নদীয়াতে তেহট্টের করুইগাছির বাসিন্দা। বেতাই বি আর আম্বেদকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র,বাবা মায়ের একমাত্র সন্তান।

গত ২৪ মার্চ   মোবাইল সরানোর নামকরে কৃষ্ণনগরের উদ্দেশ্যে বাড়ি থেকে বার হয় সৌরভ । বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে পরিবারের লোকজন। কিন্তু যোগাযোগ করা যায়নি। ঐদিন সন্ধ্যেবেলায় সৌরভের বাবা শ্যামালেন্দু কীর্তনীয়ার কাছে একটি ফোন আসে অপরিচিত কন্ঠ থেকে, জানান তারা সৌরভকে পণবন্দি করেছে, 30 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে এবং টাকা দিতে দেরি হলে সৌরভের ক্ষতি করা হবে, কৃষ্ণনগরের কোন একটি জায়গায় এসে সেই টাকা দেওয়ার কথা বলা হয়। 

এত বিশাল অঙ্কের টাকা দিতে অসমর্থ হওয়ায় মুক্তি পনের টাকা নিয়ে দর কষাকষি চলে। টাকার পরিমাণ না কমায় বাধ্য হয়ে সৌরভের পরিবার স্থানীয় থানায় অভিযোগ জানায়, সেই সঙ্গে অপহরণকারীদের সঙ্গে কথোপকথনের ফোন রেকর্ড তারা পুলিশকে দেয়। পুলিশ তাঁদের চুপচাপ থাকতে বলে বলে জানান পরিবারের লোকজন।

অবশেষে শুক্রবার গভীর রাতে পুলিশ ফোন লোকেশন ধরে ধুবুলিয়ার বটতলা এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি লজে হানা দেয় । সেখানে লজের শৌচালয় থেকে সৌরভের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। সম্ভবত মৃতের কিডনি বার করে নেওয়া হয়েছে বলে অনুমান। ইতিমধ্যে লজের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পুলিশ তদন্তে আকাশ হালদার নামে অপর একজনের নাম উঠে আসে। শনিবার সকালে পুলিশ ধুবুলিয়া থানার কাছে একটি গ্রাম থেকে আকাশকে গ্রেপ্তার করে। টাকার জন্যই সৌরভকে খুন করা হয়েছে বলে স্বীকার করে আকাশ। ওই ফোনের পেছনে এক তরুণীর হাত রয়েছে বলে পুলিশ জানতে পারে, পুলিশ তার সন্ধান চালাচ্ছে।

তবে এই ঘটনায় কিছুটা হলেও পুলিশ তদন্তের বিলম্ব করেছে বলে অভিযোগ মৃতের পরিবার।

No comments:

Post a Comment