Wednesday, April 28, 2021

প্রয়াত নদিয়া জেলার অন্যতম রাজনীতিবিদ, প্রাক্তন বিধায়ক গৌরী শঙ্কর দত্ত




নিজস্ব সংবাদদাতা; (নদিয়া) : করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো নদিয়ার পোড়খাওয়া নেতা তেহট্টের প্রাক্তন বিধায়ক ও নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি গৌরীশঙ্কর দত্তর। বুধবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। 

দিন কয়েক আগেই তার শরীরে করোনা ধরা পড়ে, শারীরিক অসুস্থতার কারণে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এরপর শারীরিক অবস্থার অবনতি ঘটলে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত বিধানসভা নির্বাচন শুরু হওয়ার আগেই তিনি দল ত্যাগ করে গেরুয়া শিবিরে নাম লেখান। নদিয়া জেলার রাজনীতিতে অন্যতম নক্ষত্র ছিলেন গৌরী শঙ্কর দত্ত। কংগ্রেসের রাজীব গান্ধী, সৌমেন মিত্র থেকে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল গৌরী দত্তের। জেলা ও শহরের প্রত্যেকটি এলাকার কংগ্রেস কর্মীদের সঙ্গে তার পরিচিতি ছিল ব্যক্তিগত। পরবর্তীতে ১৯৯৮ সাল থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টির সময়কাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ সৈনিক এ পরিণত হন। দলের অনেক চড়াই-উৎরাই এর সঙ্গী ছিলেন এই বর্ষিয়ান নেতা। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে তেহট্ট থেকে তৃণমূলের টিকিটে জয়লাভ করে বিধায়ক হন। তার আগে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান পদ অলংকৃত করেন তিনি। ছিলেন দক্ষ সংগঠক, কিন্তু গত এক বছরে দলের সাথে দূরত্ব বাড়ছিল একটু একটু করে। 

গৌরী দত্তকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে বর্তমান কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে জেলা সভাপতির পদে বসাতেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল একটু একটু করে। এরপর ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তাকে কোন কিছু না জানিয়েই প্রার্থী ঘোষণা করা হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অভিমানে গত ১০ ই মার্চ ছেলে অয়ন দত্তেরকে সঙ্গে নিয়ে বিজেপিতে  যোগদান করেন। তবে বর্সিয়ান এই নেতার মৃত্যুতে শোকস্তব্ধ জেলার রাজনৈতিক মহল। শোক প্রকাশ করেছেন জেলার সব দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা।

করোনার গ্রাসে নদিয়া জেলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব চলে যাওয়ায় শোকস্তব্ধ জেলার মানুষ। কৃষ্ণনগরে দাপটের সঙ্গে রাজনীতি করা গৌরী দত্তকে তাই সহজেই ভুলবেনা কৃষ্ণনগরের মানুষ।

No comments:

Post a Comment