Sunday, July 4, 2021

দেশজুড়ে করোনা ভ্যাকসিন ৩৫ কোটি ছাড়ালো, কমছে দৈনিক সংক্রমণের সংখ্যা

 

ভারতে এ পর্যন্ত টিকাকরণ ৩৫ কোটি অতিক্রম করেছে
দৈনিক নতুন করে আক্রান্তের সংখ্যা এক সপ্তাহ ধরে ৫০ হাজারের নিচে রয়েছে
ভারতে সুস্পষ্টভাবে আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৪ লক্ষ ৮৫ হাজার ৩৫০; মোট আক্রান্তের চেয়ে সুস্পষ্টভাবে আক্রান্তের হার কমে হয়েছে ১.৫৯ শতাংশ
দৈনিক আক্রান্তের হার (২.৩৪ শতাংশ) যা টানা ২৭ দিন ধরে ৫ শতাংশের নিচে


নতুন দিল্লী ঃ দেশজুড়ে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির উল্লেখযোগ্যভাবে অগ্রগতি হয়েছে এখনো পর্যন্ত টিকাকরন ৩৫ কোটি অতিক্রম করেছে দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১
ভারতে টিকাকরণ কর্মসূচি গত শনিবার পর্যন্ত ৩৫ কোটি অতিক্রম করেছে বলে কেন্দ্রিয় সাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থে জানানো হয়েছে। 

৪ জুন  পর্যন্ত সারা দেশে   কোটি ০২ লক্ষ ২৭ হাজার ৯৫৭ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৭৩ লক্ষ ০৮ হাজার ৯৬৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা কোটি ৭৫ লক্ষ ৮১ হাজার ৭৫৫ জন কর্মী প্রথম ডোজ এবং ৯৬ লক্ষ ৫৫ হাজার ১৪৯ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন একই ভাবে, ১৮-৪৪ বছর বয়সী কোটি ৯৮ লক্ষ ২৮ হাজার ২১৯ জন প্রথম ডোজ এবং ২৭ লক্ষ ২৬ হাজার ৩৩৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী কোটি ০৫ লক্ষ ৮৯ হাজার ০২২ জন প্রথম ডোজ এবং কোটি ৮৬ লক্ষ ৭৬ হাজার ১০৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী কোটি ৮৯ লক্ষ ১০ হাজার ২০৮ জন প্রথম ডোজ এবং কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ৫৮৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন

দেশে সার্বজনীনভাবে টিকাদান কর্মসূচি গত ২১, জুন,২০২১ থেকে শুরু হয়েছে। একটানা দিন ধরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নিচে রয়েছে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতামূলক প্রয়াসের ফলেই এই সাফল্য মিলেছে বলে সাস্থ দপ্তরের বিবৃতিতে জানান হয়েছে। 

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা লাগাতার কমছে  এই সংখ্যা কমে দাঁড়িয়েছে লক্ষ ৮৫ হাজার ৩৫০ এদিকে, সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০,১৮৩ টি কমেছে, যা মোট আক্রান্তের কেবল .৫৯ শতাংশ
ভারতে দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা গত ৫২ দিন দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় বেশ কিছুটা বেশি রয়েছে 
অতিমারির সূচনার সময় থেকে মোট আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখনও পর্যন্ত কোটি ৯৬ লক্ষ ৫৮ হাজার ০৭৮ জন সুস্থ হয়েছেন সার্বিক সুস্থতার হার লাগাতার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.০৯ শতাংশে

{** তথ্য সূত্র (পিআইবি) *** ৪ জুন আগে পর্যন্ত }


No comments:

Post a Comment