Sunday, July 4, 2021

নদিয়ায় আবার বিজেপিতে ভাঙ্গন,হরিণঘাটায় বিজেপি ছেড়ে তৃণমূলে তিনশো কর্মী, বিজেপিকে সাম্প্রদায়িক বলে বিস্ফোরক মণ্ডল সম্পাদক

 

নিজস্ব সংবাদদাতা (নদিয়া) ঃ রাজ্যজুড়ে তৃণমূলের ভালো ফল হলেও, নদিয়া জেলায়, বিশেষত দক্ষিণ সাংগঠনিক জেলায় ধরাশায়ী হয়েছে তারা! উত্তরে ভালো ফল করলেও দক্ষিণে পদ্মের রমরমা দেখা যায়।হরিণঘাটা বিধানসভায় বিজেপির আসিম কুমার সারকার বিধায়ক নির্বাচিত হয়েছেন। কিন্তু বিধায়ককে জেতানোর কারিগররাই আজ উল্টো পথে হাঁটছেন! বিজেপির হরিণঘাটা শহর মণ্ডল কমিটির সম্পাদক দীপঙ্কর কুশরি সহ ৩০০ বিজেপি কর্মি তৃনমুলে যোগ দিলেন রবিবার।

দীপঙ্কর কুশরি জানান , আজ শুধু শহরের ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের ৩০০ জন বিজেপি কর্মী, বুথ সভাপতি, এবং যুব মোর্চার কর্মির যোগদান হলো। অল্পদিনের মধ্যেই জাগুলিতে আরো একটি বড়সড় যোগদানের আয়োজন করছি। নগরউখড়া তে সিপিআইএম, আই এস এফ, এবং বিজেপি কর্মী সমর্থকদের সাথে কথা হয়েছে , তারা প্রত্যেকেই আমার সাথে সহমত। তিনি বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বলেন, এরকম একটা বিষয় হয়ে গেছে যে, হিন্দুরা বিজেপি করবে, আর হিন্দুদের বাইরে মুসলিম বা অন্য যারা আছে তারা তৃণমূল করবে, এটা বিজেপি একপ্রকার পরিষ্কার করে দিচ্ছিল। কিন্তু ছোট থেকে আমরা দেখে এসেছি হিন্দু-মুসলিম সবাই একত্রিত হয়ে আমরা মানুষ হয়েছি এবং যত রাজনীতি করেছি বা যতদিন করেছি আমরা এই মুসলিমকে কখনো আলাদা চোখে দেখিনি। পশ্চিমবাংলার মধ্যে এমন করে ভিন্ন রাজনীতির সাম্প্রদায়িকতার বীজ বপন করছে এই বিজেপি। 

আমরা  এর থেকে বিচ্ছিন্ন হতে চেয়েছিলাম অনেক দিন আগেই, কিন্তু আমরা যেহেতু বিজেপির মধ্যে ছিলাম, একটা নির্বাচনী পদ্ধতি শুরু হয়ে গেছিল তখন আমরা বের হতে পারছিলাম না। কিন্তু আমরা মনের দিক এই দলকে মেনে নিতে পারছিলাম না। কারণ বিজেপি জেতার পর আমাদের বেরিয়ে আসার মত কোন ইচ্ছা বা কারণ থাকতে পারে না। জয়ী দলের সঙ্গেই কিন্তু সবাই থাকতে চায়। কিন্তু আমরা সকলে একত্রিত হয়ে এখানে পরাজিত দলের সঙ্গে এসেছি। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে এই পৌরসভায়, বিভিন্ন গ্রামে প্রতিষ্ঠা করব এই অঙ্গীকার নিয়ে সকলে হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে আমরা এখানে আজ যোগদান করলাম।

হরিণঘাটা ব্লক তৃণমূল নেতৃত্ব জানান, বিজেপি থেকে আসা সকলেই যোগ্যতা অনুযায়ী সম্মান পাবে তৃণমূলে, অস্বীকার করা যায় না সারা রাজ্যে ভালো ফল করলেও হরিণঘাটায় হেরে ছিলাম আমরা! যারা জেতানো এবং হারানোর  ক্ষমতা রাখে তাদের পাশে মানুষ থাকে, তাদেরকে দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা দিয়েছেন, আমরা সেই দলের আঞ্চলিক নেতৃত্ব হিসেবে জায়গা দেবো অবশ্যই।

No comments:

Post a Comment