ইলেকশন কমিশনার নির্বাচিত হলেন প্রাক্তন ফিনান্স সেক্রেটারি রাজীব কুমার

নিউজ কলরব ডেস্ক ঃ  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার প্রাক্তন ফিনান্স সেক্রেটারি রাজীব কুমারকে নতুন ইলেকশন কমিশনার নির্বাচিত করলেন। এর আগেই এই পদে নিযুক্ত ছিলেন অশোক লাভাসা। তার জায়গায় নিজুক্ত হলেন রাজীব কুমার।

অশোক লাভাসা ফিলিপিন্সের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছেন পরের মাসে, তাই তিনি নির্বাচন কমিশনারের পদে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা করেন।  ৩১ শে আগস্টের আগে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। গত বুধবার ষ্ট্রপতিতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাজীব কুমার ও সুশীল চন্দ্র কাজ করবেন। অশোক লাভাসা ২০২২ সাল পর্যন্ত কাজ করতে পারতেন এবং মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে অবসর নিতে পারতেন কিন্তু তার দু বছর আগেই তিনি  পদত্যাগ করলেন।

No comments:

Post a Comment