কলকাতার আলিপুর থেকে ১০ লক্ষ টাকার কোকেনসহ গ্রেপ্তার বিজেপির যুব নেত্রী


ছবি সৌজন্যে: পামেলার ফেসবুক প্রোফাইল

নিজস্ব সংবাদদাতা, কলকাতা:
এবার মাদক পাচার চক্রের নাম জড়ালো বিজেপির মহিলা নেত্রীর। রাজ্য বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদিকা ও হুগলি জেলার পর্যবেক্ষক পামেলা গোস্বামীকে কোকেনসহ গ্রেফতার করল পুলিশ। শুক্রবার কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে ১০০ গ্রাম কোকেনসহ গ্রেপ্তার করা হয় পামেলাকে, তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে প্রবীর দে নামে এক বিজেপি নেতাকে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন পুলিশ আড়ি পেতে বসে ছিল আলিপুরের এন আর এভিনিউয়ের একটি রেস্তোরাঁর সামনে। সেখান পৌঁছতেই পামেলাকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে উদ্ধার হয় এই মাদক। ওই গাড়িতেই ছিলেন প্রবির দে ও এক নিরাপত্তারক্ষী। 


পুলিশ সূত্রে জানা যায়, এই মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এদিন সোমনাথ চট্টোপাধ্যায় নামে অন্য একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সম্প্রতি বিজেপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে যোগ দিতে দেখা যায় এই যুব নেত্রীকে। এমনকি মুকুল রায়, লকেট চ্যাটার্জি, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের সঙ্গেও একসাথে দেখা গেছে এই যুব নেত্রীকে। দীর্ঘদিন ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত এবং নিজেও মাদক সেবন করতেন বলে বিভিন্ন সূত্রের খবর। তবে এ বিষয়ে বিজেপি নেতাদের মত, ফাঁসানো হয়েছে পামেলাকে।


No comments:

Post a Comment