কৃষ্ণ লিলায় ডার্বি জয় বাগানের,৩-১গোলে হারালো ইস্ট বেঙ্গলকে



ছবি: সৌজন্যে এটিকে মোহনবাগান

 

স্পোর্টস ডেস্ক নিউজ কলরব: গোয়ার ফতরদা স্টেডিয়ামে শুক্রবার আইএসএল এর ফিরতি ডার্বিতে রয় কৃষ্ণর করিশমাতে  ৩-১ গোলে ইস্ট বেঙ্গলকে হারালো এটিকে মোহনবাগান। প্রথম ডার্বির মত দ্বিতীয়বার ডার্বি ম্যাচেও জ্বলে উঠলেন ফিজির তারকা ফুটবলার রয় কৃষ্ণ। মার্সেলিনো, ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণের উপর ভর করেই প্রথম থেকেই এদিন ম্যাচে আক্রমণাত্মক খেলা শুরু করে অ্যান্টোনিও হাবাসেের ছেলেরা। ম্যাচের ১৫ মিনিটের মাথায় তিরির লম্বা পাশ ধরে লাল হলুদ ডিফেন্সকে গতিতে পরাস্ত করে গোলরক্ষক সুব্রত পালকে কাটিয়ে ইস্টবেঙ্গল গোলে বল জড়ান কৃষ্ণ। এরপরেও বারবার আক্রমণের উঠে আসে সবুজ মেরুন ব্রিগেড। পাল্টা আক্রমণে চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। সেই চাপেই গোল তুলে নেয় ইস্ট বেঙ্গল। ম্যাচের ৪১ মিনিটে রাজু গায়কড়়ের লম্বা থ্রো হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলে বল পাঠায় তিরি। ম্যাচে সমতা ফিরিয়ে আক্রমণের ঝাঁজ বাড়ালেও গোল মুখ খুলতে পারেনি রবি ফাউল আরে ছেলেরা। মূলত নির্বাসিত থাকার কারণে এদিন গ্যালারিতে বসে ছিলেন রবি, তার জায়গায় দায়িত্ব সামলান সহকারি টনি গ্রান্ট। সেই সুযোগ কিছুটা হলেও কাজে লাগায় এটিকে মোহনবাগান।

এদিন লাল-হলুদ ব্রিগেডের ডিফেন্স ছিল একেবারেই সাদামাটা। আর সেই ডিফেন্সের ব্যর্থতাকে কাজে লাগিয়ে ৭২ মিনিটের মাথায় দ্বিতীয় গোলে এগিয়ে গেল মোহনবাগান। রয় কৃষ্ণর হেড সুব্রত পালের তালুবন্দী হয়। এরপর ফক্সকে পাস দিতে যাওয়ার সময় সেই বল ছিনিয়ে নেয় রয় কৃষ্ণ,‌ সতীর্থ ডেভিড উইলিয়ামসকে পাশ বাড়াতেই গোলে বল পাঠাতে ভুল করেননি ডেভিড। তৃতীয় গোলও উঠে আসে লাল হলুদ ডিফেন্সের ভুলে। ৮৯ মিনিটে কর্নারের কাছাকাছি থেকে কৃষ্ণের বাড়ানো মাপা ক্রস থেকে ডিফেন্ডারদের পিছন থেকে এসে হেডে লাল হলুদ জালে বল জড়ান  হাভি। তবে ইস্ট বেঙ্গলের এক মাত্র উজ্বল ব্রাইট এনোবাখারে। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ম্যাচ জয়ে খুশির হাওয়া সবুজ মেরুন ব্রিগেড। আপাতত ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে এটিকে মোহন বাগান অপরদিকে ১৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে নয় নাম্বারে রয়েছে ইস্ট বেঙ্গল।

No comments:

Post a Comment