নদীয়া শান্তিপুর নৃসিংহপুরে রাস্তার উপর কাঠের জ্বালানিতে রান্না করে অভিনব প্রতিবাদ , তৃণমূলের মহিলা সদস্যদের

 


মলয় দে নদীয়া:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তার উপরে মাটির হাঁড়িতে রান্না করে অভিনব প্রতিবাদ বিক্ষোভ শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের। রবিবার শান্তিপুর নৃরসিংহ পুর এলাকার রাস্তার উপরে রান্নার গ্যাসের সিলিন্ডার হাতে তুলে এছাড়াও রাস্তার উপরেই কাঠের জ্বালানিতে রান্না করে অভিনব প্রতিবাদ বিক্ষোভ করলেন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। উপস্থিত ছিলেন নদিয়া জেলা জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, পঞ্চায়েত প্রধান শোভা সরকার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বিক্ষোভ প্রদর্শনের মধ্যে দিয়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কর্মীরা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এর আগেও গোটা নদীয়া জেলা জুড়ে কোথাও অবস্থান-বিক্ষোভ কোথাও আবার গরুর গাড়ির উপরে মোটরবাইক চাপিয়ে প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে। আজা একিভাবে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গরুর গাড়ির উপরে মোটরবাইক চাপিয়ে রাস্তার উপরে মাটির হাড়িতে কাঠের জ্বালানিতে রান্না করে রান্নার গ্যাসের সিলিন্ডার হাতে নিয়ে অভিনব অবস্থান-বিক্ষোভ করল তৃণমূল কংগ্রেস। মহিলা সদস্যরা বলেন, কেন্দ্রীয় সরকারের প্রতি ধিক্কার জানাতে এই ধরনের আয়োজন। কারণ তারা মহিলাদের সম্মান দিতে জানেন না, তাদের কাজের কদরও বোঝেন না, আজ সাধারণ মানুষ তাই বীতশ্রদ্ধ হয়ে আমাদের সাথে একমত হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। আগামী দিন দলীয় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারাবাংলার মহিলারা প্রতিবাদ জানাবেন এভাবেই।

No comments:

Post a Comment