নদিয়ায় স্বর্ণমুদ্রার ফাঁদে তৃণমূল নেতা, লক্ষাধিক টাকার প্রতারনার অভিযোগ




নিজস্ব সংবাদদাতা (নদিয়া) ঃ প্রাচীন স্বর্ণমুদ্রা কিনতে গিয়ে প্রতারিত হলেন  খোদ তৃণমূল নেতা। নদীয়ার রানাঘাটের প্রাক্তন কাউন্সিলর এবং  ১ নম্বর ওয়ার্ডের কোঅরডিনেটর শংকর অধিকারী প্রতারণার  স্বীকার হলেন । আসল স্বর্ণমুদ্রা দেখিয়ে নকল  স্বর্ণমুদ্রা বিক্রি করে বেশকয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেলো  দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি রানাঘাট পৌরসভার বড় বাজারের  ১ নম্বর ওয়ার্ডের । মাসকয়েক  আগে বীরভূমের লাভপুরের এক যুবকের সাথে আলাপ হয় শংকর অধিকারীর ।  ওই  যুবক একটি স্বর্ণমুদ্রা বিক্রির জন্য নিয়ে আসেন শংকর অধিকারীর কাছে। সেই মুদ্রাটি কিনের পর সোনার দোকানে গিয়ে পরিক্ষা করে জানতে পারেন আসল।

এর পর দ্বিতীয় বার ওই ব্যাক্তিরা শংকর অধিকারীর সঙ্গে আবার যোগাযোগ করে  ৯৫ টি স্বর্ণমুদ্রা বিক্রি করার জন্য। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লক্ষ টাকা বলে জানাজায়। বিশ্বাস করে ব্যাংক থেকে টাকা তুলে সেই মুদ্রা কেনেন শংকর বাবু । তারপর  নানা অছিলায় ওই দুই ব্যক্তি রানাঘাটের বড় বাজারের বাড়ি থেকে পালিয়ে যায়।এরপর বারংবার তাদের ফোন করলে সুইচঅফ পাওয়া যায়। তাখন শংকরবাবুর মনে সন্দেহ হয় ।তিনি সোনার দোকানে গিয়ে মুদ্রগুলি পরীক্ষা করলে জানতে পারেন সেগুলি নকল। তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর একপ্রকার বাধ্য হয়ে বৃহস্পতিবার রানাঘাট থানার পুলিশের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে । 

ছবি সৌজন্যে ঃ ইন্টারনেট

No comments:

Post a Comment