বেথুয়াডহরিতে শেষ হলো শ্রুতি নাটকের উৎসব

নিজস্ব সংবাদদা;বেথুয়াডহরি(নদিয়া) ঃ সম্প্রতি নদিয়ার বেথুয়াডহরিতে শেষ হলো শ্রুতি নাটকের উৎসব।চেতনা সাহিত্য পত্রিকা এবং কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে গত ২৮ মে বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারে এই শ্রুতি নাটক উৎসব সম্পন্ন হয়। বেথুয়াডহরিতে এক নতুন আঙ্গিকে এই ধরনের শ্রুতি নাটকের উৎসব এই প্রথম হয় বলে জানান উদ্যোক্তারা। কলকাতা মুর্শিদাবাদ নদীয়ার শ্রুতি নাট্য দল অংশগ্রহণ করে এবং দেশবন্ধু স্মৃতি পাঠাগারের সংহতি ভবনে মঞ্চস্থ করেন শ্রুতি নাটক। এই শ্রুতি নাটক উৎসবের সভা মঞ্চ থেকে সামগ্রিক পরিকল্পনায় বিশেষ অভিনবত্ব দেখা যায় বলে মত দর্শকদের। কলকাতা থেকে রক্তকরবী, কথামালা শব্দগুচ্ছ, বহরমপুর থেকে বাচিক শিল্পচর্চায় মুক্ত দিগন্ত, নদীয়া থেকে চেতনা সাহিত্যপত্রিকা উদ্দেশ্য বন্ধু স্মৃতি পাঠাগার অংশগ্রহণ করে এই স্মৃতি নাটক উৎসবে। এদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেই শ্রুতি বিষয়ক লেখা 'শ্রুতিলেখা' নামক একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়, এই ক্রোড় পত্রটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সাহিত্যপ্রেমী প্রসূন পাঠক। এই শ্রুতি নাটক উৎসবে স্বাগত ভাষণ দেন চেতনা সাহিত্য পত্রিকার সম্পাদক চপল বিশ্বাস, এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রীতম ভট্টাচার্য, উৎসবে যোগদানকারী সকল সদস্যকে স্বারক ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়। চেতনা সাহিত্য পত্রিকার সম্পাদক চপল বিশ্বাস জানান, এই ধরনের শ্রুতি নাটক উৎসব বিশেষ আঙ্গিকে বেথুয়াডহরিতে এই প্রথম, একদিনে এক সঙ্গে ছয়টি নাটক উপভোক করেন সাহিত্য প্রেমী মানুষরা। আগামীতে আরো সুন্দর ভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

No comments:

Post a Comment