শিলিগুড়িতে বিশ্বকর্মা পুজোর বাজার চাঙ্গা খুশি মৃৎশিল্পী থেকে দশকর্মা ভান্ডারের ব্যবসায়ীরা



নিজস্ব সংবাদাতা (শিলিগুড়ি) ঃঃ গত দু’বছর করোনা আবহের জেরে সমস্ত উৎসব অনুষ্ঠানে ভাটা পড়েছিল । তবে এবারে আশার আলো দেখছেন মৃৎশিল্পী থেকে দশকর্মা ভান্ডার এবং ফল বিক্রাতারা । এই বছর পুজো বাজার অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে । 

বিশ্বকর্মা পুজো মানেই আগমনীর বার্তা , বিশ্বকর্মা পুজো শুরু হওয়া মানে দেবী দুর্গার বোধন শুরু হওয়া । শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজারে বিক্রেতাদের ব্যস্ততা আজ ছিল তুঙ্গে । ক্রেতারা আসছেন একপাতা ফর্দ নিয়ে , তা দিতে হিমশিম খাচ্ছেন দোকানীরা । ইতিমধ্যে দশকর্মা ভান্ডারে জিনিসপত্র মজুত করে ফেলেছেন দোকানীরা শিলিগুড়ির বিভিন্ন বাজারে ।প্রতিমা থেকে শুরু করে ফল , সবটাই বিক্রি হতে শুরু করেছে । কার্যত দু’বছরে ব্যবসায় যে ভাবে ধস নেমেছিল , সেই তুলনায় এবারে আশার আলো দেখছেন ব্যবসায়ীরা । তবে এসবের মাঝেও বিক্রেতাদের আক্ষেপ , জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে চিন্তার কথা।

Advertisement:


No comments:

Post a Comment