জয় শ্রীরাম না বলায় কিশোরকে মারধর, গায়ে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে, এলাকায় বিক্ষোভে অবরোধ জাতীয় সড়ক

 


মলয় দে; শান্তিপুর (নদিয়া) ঃ-  ভোটের বাজারে যখন রাজনৈতিক উত্তাপ চরমে তখন নদিয়ায় ঘটে গেল নির্মম ঘটনা। জয় শ্রীরাম না বলায় এক নাবালককে বেধড়ক মারধর ও গায়ে গরম জল ডেলে ঢেলে দেওয়ার অভিযোগ উঠলো স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায়। সূত্রের খবর  শান্তিপুর থানার ফুলিয়ায় সোমবার দুপুর ১ টা নাগাদ এক কিশোর  রাস্তা দিয়ে যাওয়ার সময়  জয় শ্রীরাম বলতে বলে ওই এলাকারই মহাদেব প্রামানিক নামে এক বিজেপি কর্মী। বাচ্চাটি জয় শ্রীরাম না বলায় তার গায়ে গরম জল ঢেলে দেয় এর পর বেধড়ক মারধর করতে থাকে বাচ্চাটিকে বলে ও অভিযোগ। ঘটনাটি জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। 

গুরুতর জখম অবস্থায় ওই কিশোরকে স্থানীয় হাসপাতালে নিয়ে জাওয়া হয়, চিকিৎসার অবনতি ঘটলে রানাঘাট আনুলিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনার পর এলাকার সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে থাকে।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পলাতক অভিযুক্ত ওই বিজেপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ জনতা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রায় কুড়ি মিনিট ধরে, প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে অবরোধ সামরিক তুলে নিলেও বিক্ষুব্ধরা জানান অবিলম্বে দোষী বিজেপি কর্মী গ্রেপ্তার না হলে আবারও অবরোধ করবেন তারা ।

স্থানীয় কালিপুরের বিজেপি নেতা  মহাদেব প্রামানিক। তাঁর স্ত্রী জেলাপরিসষদ আসন ২৯- এর মহিলা মোর্চার নেত্রী, গত পঞ্চায়েত নির্বাচনে তিনি বিজেপির প্রার্থীও হয়েছিলেন ওই অঞ্চলে। তিনি জানান, ওই কিশোর নাকি তার স্বামীকে খেলা হবে বলতে বলেছিলো, না বলার কারনে  দোকানে ঢিল মেরেছে, তাই বাচ্চাটিকে একটি চড় মেরেছে। 

এই ঘটনার প্রত্যাক্ষদর্শীদের দাবি,  এই ঘটনায় তারা কোন রাজনৈতিক রঙ দেখছেন না, জখম কিশোরের মা মারা গেছেন অনেক আগে, বাবারও মাথার গন্ডগোল আছে, তাই পাড়ার সকলে ওকে খুব ভালোবাসে, প্রড়শিদের এর ওর বাড়ি খেয়েই দিন কাটায়, স্থানীয় স্কুলে ক্লাস সিক্সের ছাত্র সকলের স্নেহের পাত্র। এই ধরণের নির্মম ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ।তাই দোষীর উপযুক্ত সাস্থির দাবিতে, সমস্ত পাড়ার মহিলারাও বিক্ষোভ দেখাতে বেরিয়ে আসেন বাড়ির বাইরে। মহাদেব শর্মা নামে ওই কিশোরের পাশে আছেন এলাকার সাধারণ মানুষ।  মহাদেব প্রামাণিক নামে ওই বিজেপি নেতার তারা গ্রেপ্তারের দাবিতে তাই সরব এলাকার মানুষ।

No comments:

Post a Comment