করোনায় মৃত্যু খড়দহের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহা,‌‌‌‌‌এলাকায় শোকের ছায়া



নিজস্ব সংবাদদাতা (কলকাতা) : দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যেই চলছে বাংলার ভোট পর্ব। করোনা আক্রান্তের তালিকায় রাজনৈতিক নেতাদের নামের বহর বাড়ছে।   ইতিমধ্যেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস ও জঙ্গিপুরের আরাএসপি প্রার্থীর প্রাণ কেড়েছে মারন ভাইরাস করোনা। আর এবার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হল খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার। 

ষষ্ঠ দফা ভোটের আগে অর্থাৎ গত একুশে এপ্রিল করোনা আক্রান্ত হন খড়দহের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহা, সেদিনই তাকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। এই কদিন ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এই তৃণমূল নেতা। অবশেষে করোনার কাছে হার মানলেন তিনি। রবিবার সকাল পৌনে দশটা নাগাদ শেষ নিস্বাস ত্যাগ করেন তিনি।  

খড়দহের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশক করেছেনদল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটারে লেখেন," আমাদের খড়দহের প্রার্থী কাজল সিনহার মৃত্যুতে গভীর  শোকাহত।  মানুষের কল্যাণের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। অবিশ্রান্ত   ভাবে প্রচার করেছেন। উনি আমাদের  দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। এই শূন্যতা অপূরণীয়। ওর পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল।

উল্লেখ্য ইতিমধ্যেই করোন  আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল নেতা।  ভোটের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কামারহাটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র এরপর তিনি করণা আক্রান্ত হন বলে খবর। আক্রান্ত হয়েছেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা অসুস্থ আছেন মানিক তলার প্রার্থী অসুস্থ আছেন একের পর এক নেতাদের শারীরিক অসুস্থতা ও করোনায় আক্রান্ত হওয়ার খবরে চিন্তার ভাঁজ বাড়ছে দলিয় নেতৃতের।

No comments:

Post a Comment