চন্দন দাশগুপ্তের প্রয়াণে শোকের ছায়া মুর্শিদাবাদের বিশিষ্ঠ মহলে



আয়ুব আলী (মুর্শিদাবাদ):  চির বিদায় নিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট বাচিকশিল্পী তথা 'মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ' এর প্রতিষ্ঠাতা চন্দন দাশগুপ্ত। মঙ্গলবার রাতে কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। চন্দন দাশগুপ্তের প্রয়াণে শোকের ছায়া মুর্শিদাবাদের বিশিষ্ঠ মহলে। দীর্ঘ ৪৬ বছর ধরে তিনি মুর্শিদাবাদ জেলার প্রথম আবৃত্তি দল 'মুর্শিদাবাদ জেলা আবৃত্তি সংসদ' পরিচালনা করেছেন।  

বাচিক শিল্প চর্চা ছাড়াও তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সাংস্কৃতিক বিভাগে করেছেন লেখালেখি। সম্পাদনা করেছেন কয়েকটি পত্রিকা। প্রতিবছর নিয়ম করে তিনি মাদকবিরোধী প্রচারে পদযাত্রা করতেন তার সংস্থার পক্ষ থেকে। অত্যন্ত মিশুকে, প্রাণোচ্ছল এই মানুষটির মৃত্যুতে গভীর শোকাচ্ছন্ন মুর্শিদাবাদ জেলার সাহিত্য-সংস্কৃতি জগৎ। 

তাঁর কাছে আবৃত্তি শিক্ষা লাভ করে জেলার বহু মানুষ আজ প্রতিষ্ঠিত। বহু পুরস্কারে সম্মানিত চন্দন দাশ গুপ্তকে তাঁর ব্যবহারের জন্য ভালোবাসতেন আট থেকে আশি সবাই। বছর কয়েক  আগে চাকরি জীবন থেকে অবসর নেন। শেষ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কয়েকদিন আগে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে নিয়ে যাওয়া হয় কলকাতায়। ভর্তি ছিলেন চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁর চিকিৎসা চলছিল । চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন। কিন্তু মঙ্গলবার রাতে থেমে যায় তাঁর লড়াই। হেরে গেলেন জীবনের শেষ যুদ্ধে, না ফেরার দেশে চলে গেলেন মুর্শিদাবাদ জেলার সাহিত্য জগতের এক জন উজ্জ্বল নক্ষত্র চন্দন দাশগুপ্ত।

মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, একমাত্র কন্যা, জামাই এবং তাঁর অসংখ্য গুণমুগ্ধকে। আমরা নিউজ কলরব পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি। 

No comments:

Post a Comment