অভিজিৎ ঘোষ;(শান্তিনিকেতন) ৩০ মে : বর্তমানে করোনা মহামারি কালে করোনা মোকাবিলায় টেলিমেডিসিন পরিষেবা চিকিৎসা ব্যবস্থার অন্যতম দিক হয়ে দাঁড়িয়েছে। এবার এই পরিষেবা চালু হল বীরভূমের শান্তিনিকেতনে। শান্তিনিকেতন সেবানিকেতন স্বাস্থ্যকেন্দ্রে করোনা রোগীদের চিকিৎসার পাশাপাশি ওই সংস্থার তত্ত্বাবধানে এবার টেলিমেডিসিন পরিষেবা চালু করা হয়েছে। ফলে বাড়ি থেকেই রোগী কিংবা তাদের পরিবারের সদস্যরা অনায়াসে ভিডিওকলিং, হোয়াটসঅ্যাপ অথবা গুগুলমিটের মাধ্যমে সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারছেন। আবার ডাক্তারি পরীক্ষার বিভিন্ন রিপোর্টও চিকিৎসককে দেখাতে পারছেন। এতে চিকিৎসকের কাছে প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন রোগীরা। আর বাড়িতে বসেই এভাবে টেলিমেডিসিন পরিষেবা পাওয়ায় উপকৃত হচ্ছেন অগনিত মানুষ। তাই এই পদ্ধতিতে চিকিৎসা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে অনেকক্ষেত্রে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগ উঠেছে। তাছাড়া অনেক চিকিৎসকরা এমতাবস্থায় নিয়মিত রোগীও দেখতে পারছেন না। ফলে এখন টেলিমেডিসিন পরিষেবা যে হাতের কাছে মোয়া পাওয়ার সম্মুখীন তা বলাই-বাহুল্য। এবিষয়ে সংস্থার কর্ণধার মলয় পীট বলেন, হেল্পলাইন নাম্বারে ফোন করে চিকিৎসার নানাবিধ পরামর্শ নিতে পারবেন মানুষ। তাছাড়া সেখান থেকেই তারা প্রয়োজনমতো বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন। করোনা পরিস্থিতিতে এই পরিষেবা মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলেই আমাদের ধারণা। এছাড়া আমাদের স্বাস্থ্যকেন্দ্রের তরফে অ্যাম্বুলেন্স পরিষেবার পাশাপাশি বাড়িতে রোগীকে এখন সঠিক পরিচর্যার জন্য দক্ষ স্বাস্থ্যকর্মীর সুবিধাও গ্রহণ করতে পারবেন মানুষ।
No comments:
Post a Comment