আয়ুব আলী (মুর্শিদাবাদ) : মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম খানকা-এ-কাদেরীয়া দরবার শরীফে মেদিনীপুর বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরী, হুকুম মোতাবেক প্রতি বছরের ন্যায় এ বছরও পর্দা হুজুর পাকের উরস পাক উদযাপিত হচ্ছে।
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন, হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী ,দেশ-বিদেশ থেকে ভক্তের ঢল,সিজগ্রাম খানকা শরীফে, হুজুর পাকরা হচ্ছেন আহলে বায়াত পাকের খানদান। অর্থাৎ রসুলের পাকের বংশধর, অনুষ্ঠানটি মিলাদ শরীফ দিয়ে শুরু হয় এবং একটি জলসার আয়োজন করা হয়, মিলাদ ও জালসার শেষে তাবরুক পাক সকলকে দেওয়া হয়, এবং বাহিরের মেহমানদের খাওয়ার ব্যবস্থা করা হয়।
No comments:
Post a Comment