কলকাতা ঃ আইএসএলের দ্বিতীয় ম্যাচেও জয় অধরাই থেকে গেল ইস্টবেঙ্গলের। গোয়ার কাছে শেষ মুহূর্তের গোলে হেরে নিশ্চিত ১ পয়েন্ট হাতছাড়া করল স্টিভন কনস্ট্যান্টাইনের ছেলেরা। বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়ার বিরুদ্ধে আই এস এল এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে লাল হলুদ শিবির। ম্যাচের অন্তিম লগ্নে রেফারির শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগেই এডু বেদিয়ার দুর্দান্ত ফ্রি কিকে দ্বিতীয় ম্যাচেও জয় অধারা থেকে গেল ইস্টবেঙ্গলে। সেই সাথে নিশ্চিত ১ পয়েন্ট হাতছাড়া করলো লাল হলুদ শিবির। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তিন এক গোলে পরাজিত হওয়ার পর বুধবার গোয়ার বিরুদ্ধে আবার দুই এক গোলে পরাস্ত হলো ইস্টবেঙ্গল। তাই রক্ষণ নিয়ে সমর্থকদের কপালে চিন্তায় ভাঁজ বাড়াচ্ছে স্টিভন কনস্টান্টাইনের ছেলেরা।
বুধবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ৭ মিনিটে দুরন্ত গোলে এফ সি গোয়াকে এগিয়ে দেন ব্রেন্ডন ফার্নান্ডেজ। দ্বিতীয়অর্ধের প্রথম ভাগে পেনাল্টি থেকে সমতা ফেরান ক্লেটন সিলভা। লাল হলুদ সমর্থকরা যখন ধরে নিয়েছিলেন এক পয়েন্ট প্রায় নিশ্চিত তখন শেষ রক্ষা হল না।ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করে লাল হলুদ সমর্থকদের স্বপ্নভঙ্গ করলেন এদু বেদিয়া।
প্রথমার্ধে হতশ্রী ফুটবল ফুটবল খেলতে দেখা যায় ইস্ট বেঙ্গল প্লেয়ারদের। যার জের সাত মিনিটের মাথায় লাল হলুদ গোলরক্ষক কমল জিৎ সিংকে পরাস্ত করে দুরন্ত গোল করেন গোয়ার অধিনায়ক ব্রেন্ডন ফার্নান্ডেজ।লাল হলুদের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে একের পর এক আক্রমণে উঠে আসে গোয়া।
তবে দ্বিতীয় অর্ধে ছবি কিছুটা বদলায় লাল হলুদ শিবিরে। দ্বিতীয়অর্ধের শুরুতেই দুটি কার্যকরী পরিবর্তন করেন ব্রিটিশ কোচ, সার্থক গোলুই ও নাওরেম মহেশকে মাঠে নামাতেই আক্রমণে ঝাঁজ বাড়ায় ইস্টবেঙ্গল। বেশ কয়েকবার আক্রমণে উঠে আসে আলেক্স লিমা ও ভিপি সুহেররা। তার ফসলও উঠে আসে খেলার ৬২ মিনিটে, জেরির পাশ থেকে বল পেয়ে সুহের বক্সে ঢুকতে গেলে ফেলে দেন গোলকিপার ধীরাজ, সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি হরিশ কুন্ডূ। ঠান্ডা মাথায় গোয়া গোলরক্ষক ধীরজকে পরাস্ত করে জালে বল জড়িয়ে সমর্থকদের মুখে হাসি ফোটান ক্লেটন সিলভা।
এরপরে দুই দলই বেশ কয়েকবার আক্রমণে উঠে আসে কিন্তু গোল করতে পারেনি কেউ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে প্রায় মাঝ মাঠ থেকে এডু বেদিয়ার একটি গতিহীন ভাসানো দুরন্ত ফ্রী কিক মাটিতে ড্রপ খেলে বুঝতেই পারলেন না লাল হলুদ গোলরক্ষক কমলজিৎ সিং। জালে জড়াল বল, ২-১ গোলে জয়লাভ করলো গোয়া। নিশ্চিত ১ পয়েন্ট হাতছাড়া করলো ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গলের ব্রটিশ কোচ স্টিভন কনস্ট্যান্টাইনের যেন কুল রাখি না মান রাখি অবস্থা। কোনদিন আক্রমণ ভাগ ভালো খেললে ডোবাচ্ছে রক্ষণভাগ। আবার রক্ষণভাগ ভালো খেললে ব্যর্থ হচ্ছে আক্রমণভাগ। গত দুটি ম্যাচেই তার প্রমাণ মিলেছে। এখন দেখার জয়ের জন্য কয়টি ম্যাচ অপেক্ষা করতে হয় লাল হলুদ সমর্থকদের।
No comments:
Post a Comment