টোকিও অলিম্পিকে নীরজের হাত ধরে ভারতের সোনার বর্শা, ইতিহাস রচনা ভারতীয় সেনা জাওয়ানের

তৌসিফ মন্ডল, নিউজ কলরব ঃ বশেষে টোকিও অলিম্পিকে সোনার খরা কাটলো ভারতের। শনিবার জাপানের টোকিওতে নীরজ চোপড়ার হাত থেকে বেরল সোনার বর্শা। ট্র্যাক এন্ড ফিল্ড বিভাগে জ্যাভলিন থ্রোতে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণ পদক জিতে ইতিহাস গড়লেন হরিয়ানার নীরজ চোপড়া। ১২১ বছরের অলিম্পিক ইতিহাসে ট্রাক এন্ড ফিল্ড বিভাগে ভারতের কোন খেলোয়াড় এখনো পর্যন্ত সোনা তো দূর অস্ত, কোন পদকই জিততে পারেননি। সেই জায়গায় নীরজের এই সোনার পদক জয় ১৩৫ কোটি ভারতীয়র কাছে গর্বের বিষয়। 

ফাইনালের আগে পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করে পদক জয়ের আশা জাগিয়েছিলেন ভারতীয় সেনায় কর্মরত এই জ্যাভলিন থ্রোয়ার। শনিবার জ্যাভলিন প্রতিযোগিতার শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নীরজ। প্রথম প্রচেষ্টাতেই ৮৭.০৩ মিটার দূরে বল্লম ছুড়ে অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেকটাই এগিয়ে যান, দ্বিতীয় প্রচেষ্টায় আরো ভালো করেন, এবার ছোড়েন ৮৭.৫৮ মিটার। আর তখনই অনেকটা নিশ্চিত হয়ে যান সোনা জেতার ব্যাপারে। 

এবছর জ্যাভলিন থ্রো তে পদক জয়ের অন্যতম দাবিদারা ফাইনালের আগেই অনেকে ছিটকে যান। তারফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছিল নীরজের, সেইসঙ্গে ভারতের সোনা জয়ের সম্ভাবনা উজ্জ্বল হচ্ছিল এই বিভাগে। পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন জার্মানির জোহানেস ভেটার। যোগ্যতা অর্জন পর্বে তিনি ভালো না করলেও ফাইনালে জ্বলে উঠবেন তেমনটাই আশা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এদিন প্রতিযোগিতা শুরু হওয়ার পর প্রথম তিন প্রচেষ্টার পরেই তিনি ছিটকে যান।  নীরজের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন চেক প্রজাতন্ত্রের দুই থ্রোয়ার, দুজনেই শেষ দুটি থ্রোয়ে ফাউল করায় নিজের শেষ থ্রোয়ের আগেই সোনা জিতে নেন নীরজ।

এখনো পর্যন্ত অলিম্পিকে মোট নয়টি সোনা জিতেছে ভারত। এরমধ্যে আটবার হকিতে, ব্যক্তিগত বিভাগে নিরজের আগে শুধুমাত্র একজন ভারতীয় সোনার পদক জেতেন, তিনি হলেন অভিনব বিন্দ্রা। ২০০৮ সালে বেজিং অলিম্পিকে শুটিংয়ে ব্যক্তিগত বিভাগে ভারতের হয়ে প্রথম সোনা জেতেন অভিনব বিন্দ্রা। তারপর দীর্ঘ ১৩ বছর পর ব্যক্তিগত বিভাগে দ্বিতীয় ভারতীয় হিসেবে সোনার পদক দিলেন নীরজ।

এর আগে অনেক ভারতীয় অ্যাথলেটিক অলিম্পিকে পদকের কাছাকাছি এসেও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি। সেই তালিকায় রয়েছেন পি টি ঊষা, প্রয়াতঃ মিলখা সিং, অঞ্জু ববি জর্জ, বিকাশ গৌড়ার মত ক্রীড়াবিদরা। শনিবার টকিয়োয় ট্রাক এন্ড ফিল্ড বিভাগে একেবারে সোনা জয় প্রত্যাশার থেকে অনেকটাই বেশি ভারতীয় ক্রিড়া প্রেমীদের কাছে। তাই ১৩৫ কোটি ভারতীয় কাছে এই দিনটি গর্বের, সেইসঙ্গে ভারতীয় খেলাধুলার জগতে একটি নতুন ইতিহাস তৈরি হল।

ব্যক্তিগত বিভাগে নীরজের এই সাফল্য ট্রাক এন্ড ফিল্ড ইভেন্টে আগামী প্রজন্মের ভারতীয় ক্রীড়াবিদদের আরো অনুপ্রেরণা যোগাবে। সোনার বর্শা ছুড়তে এগিয়ে আসবে হাজারো যুবক যুবতি। ভারতীয় খেলাধুলার ইতিহাসে সাফল্যের নায়ক হিসেবে থেকে যাবে নীরজ চোপড়ার নাম। 


ছবি সৌজন্যেঃ ইন্টারনেট

No comments:

Post a Comment