নদিয়ায় দুর্নীতির দায়ে গ্রেপ্তার মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান

 

কোর্টে নিয়ে যাওয়ার পথে মুড়াগাছার প্রাক্তন প্রধান রাম সরকার

নিজস্ব সংবাদদাতা; নাকাশিপাড়া (নদিয়া) ঃ  দুর্নীতির দায়ে গ্রেপ্তার হলেন নদিয়ার নাকাশিপাড়ার মুড়াগাছা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান।২০১৮ সালে বিরোধীদের দায়ের করা একটি মামলায় বুধবার নাকাশিপাড়া থানার পুলিশ মুড়াগাছার প্রাক্তন বিজেপি প্রধান রাম সরকারকে গ্রেপ্তার করে। এদিন তাকে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে পাঠায় পুলিশ। মূলত ২০১৮ সালে প্রধান থাকাকালীন রাম সরকার এমজিএনএরজিএ প্রকল্পের লক্ষাধিক টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। বিরোধী এবং স্থানীয় মানুষ সেই সময়ে করা অভিযোগের ভিত্তিতে এদিন তাকে গ্রেফতার করা হয়।

যদিও রাম সরকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, ২০১৮ সালে এমজিএনআরজিএ প্রকল্পের উপভোক্তাদের টাকা ব্যাংকে টান্সফার করার কিছু ভুল হয়, সেটা প্রধানের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। ২২ জনের নামে অভিযোগ আছে কিন্তু আমাকে অন্যায়ভাবে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে বিজেপির রাজ্য কিশান মোর্চার সভাপতি মহাদেব সরকার জানান, পরিকল্পিতভাবে রাম সরকারের নামে এবং সেইসঙ্গে আরো ২২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তার মধ্যে রাম সরকারকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। রাম সকারের মত নেতাকে গ্রেপ্তার করে এখানে ভারতীয় জনতা পার্টিকে চমকাতে চাইছে তৃণমূল।এইভাবে নাকাশিপাড়ায় বিজেপিকে শেষ করার পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেটা সফল হবে না। বিজেপি আরো দ্বিগুন শক্তিতে নাকাশিপাড়া ও নিদয়া জেলায় দুর্বার গতিতে এগিয়ে যাবে। মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে।

No comments:

Post a Comment