পুজোর আগেই সুখবর ! ১১ ডিসেম্বর হবে টেটের লিখিত পরীক্ষা, শূন্যপদ ১১ হাজার জানালো পর্ষদ

 

১১ই ডিসেম্বর ২০২২ TET পরীক্ষা ঘোষণা পর্ষদের

নিজস্ব সংবাদদাতা; কলকাতা ঃপুজোর আগেই চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিল রাজ্য সরকার।  প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হতে চলেছে আগামী ১১ই ডিসেম্বর। সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিল রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ১১ হাজার শুন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। পুজোর আগেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে সোমবার জানিয়েছেন পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল। এদিনই দুপুরে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে টেট পরীক্ষা। তবে তিন দিনক্ষন ঘোষণা করেননি। পর্ষদের সঙ্গে শিক্ষা দপ্তরের বৈঠকের পরই টেটের দিন স্থির করা হবে বলে জানান তিনি। বিকেলে অবশ্য সাংবাদিক সম্মেলন করে দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ।

প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল জানান, ২০২২ সালের প্রাথমিকের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে পুজোর আগেই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে দুর্গা পুজোর ছুটির পর, লক্ষী পুজো এবং কালীপুজোর আগে, কবে থেকে নিয়োগ প্রক্রিয়ার জন্য পোর্টাল খুলবে তা নোটিফিকেশনে জানিয়ে দেয়া হবে। পোর্টাল যেদিন খুলবে সেদিন থেকেই চাকরি প্রার্থীরা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন পোর্টালে। ২০২২ এর টেটের পরীক্ষা যে ১১ ডিসেম্বর হওয়ার কথা তার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে । পোর্টালের মাধ্যমেই চাকরি পর্থিরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে বলে জানান তিনি।

প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্ব নেওয়ার পরই গৌতম পাল জানিয়েছিলেন এবার থেকে প্রতি বছর নতুন করে টেট পরীক্ষা হবে। সেই অনুযায়ী ১১ ডিসেম্বর পরীক্ষার আয়োজন করা  হচ্ছে। দশের সর্বচ্চ আদালত নির্দেশ দিয়েছিল সেপ্টেম্বরের মধ্যেই টেট পরীক্ষা নিতে হবে রাজ্যকে। গত শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠক বসেছিল সেখানেই সিদ্ধান্ত নেয়া হয় ১১ ডিসেম্বর নতুন করে ২০২২ এর টেট পরীক্ষা নেওয়া হবে। সেপ্টেম্বরের বদলে ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হবে এবং সুপ্রিমকোর্টকে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি ও রাজ্য সরকার দীর্ঘদিন টেট পরীক্ষা না নেওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন চাকুরী প্রার্থীরা। পুজোর আগে পর্ষদের প্রাথমিকে নিয়োগের ঘোষণায় খুশি রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা।

#TET #westbengal #newskolorob

No comments:

Post a Comment