নজরে পঞ্চায়েত নির্বাচন! বাংলায় রাজ্য দপ্তর খুলল আম আদমি পার্টি

দক্ষিণ কলকাতার রুবি মোড়ের কাছে হালতুতে আপের রাজ্য দপ্তর

নিজস্ব সংবাদদাতা; (কলকাতা) ঃ
দিল্লি এবং পাঞ্জাবে ক্ষমতায় আসার পর এবার বঙ্গ রাজনীতিতে দাগ কাটতে চায় অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ইতিমধ্যে বিহার,ঝারখান্ড,গোয়া,উত্তর প্রদেশ,গুজরাট, হিমাচল প্রদেশ সহ বিভিন্ন রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ভারতবর্ষের প্রায় কুড়িটি রাজ্যে বিভিন্ন পর্যায়ে তাদের জনপ্রতিনিধি রয়েছে। সামনে গুজরাত বিধানসভা নির্বাচন, সেখানেও বিজেপি ও কংগ্রেসকে টেক্কা দিতে পারে কেজরিওয়ালের দল বলে অনেকে মনে করছেন ।

এবার ২০২৪ পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বাংলার নির্বাচনী লড়াইয়ে ঝাঁপাতে চাই আপ। আর সেই লক্ষে আরও একধাপ এগিয়ে গেল বাংলার আপ ব্রিগেড। দুর্গাপুর,মেদিনীপুর,কোচবিহার সহ বিভিন্ন জেলায় আগেই জেলা দপ্তর খুললেও এতদিন রাজ্যে কোন কেন্দ্রীয় দপ্তর ছিল না আমা আদমি পার্টির। 
দক্ষিণ কলকাতা রুবি মোড়র কাছে হালতুতে রবিবার খোলা হলো আপের রাজ্য দপ্তর। অবশেষে রাজ্য দপ্তর খুলতে পেরে খুশি আম আদমি পার্টির নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গে আপের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু বলেন, এক বছর আগে রাজ্য দপ্তর খোলার পরিকল্পনা ছিল, কিন্তু পাঞ্জাব ভোট নিয়ে ব্যস্ত ছিলাম তাই পিছিয়ে গিয়েছিলাম। 


রাজ্যে তাদের দপ্তর খুলতে অনেকটাই বেগ পেতে হয়েছে আপ নেতাদের, সঞ্জয় বসু কথায়, এখানে দপ্তর খুলতে অনেক ঝামেলা হয়েছে, বাড়ি ভাড়া পেতে সমস্যা হয়েছে। কেউ বাড়ি ভাড়া দিতে চাননি, সকালে পেয়েছি তো বিকেলে না করে দিয়েছে পাড়ার দাদা দিদরাি। শেষ পর্যন্ত এখানে পেলাম, এতদিন মাঠে ঘাটে বসে আমরা কাজ করতাম এবার আমরা সংঘবদ্ধ হয়ে কাজ করতে পারব।
তবে আম আদমি পার্টিকে মোটেও গুরুত্ব দিতে নারাজ শাসক দলের নেতারা। তাদের দাবি, রাজ্যে এখনো সংগঠন করতে অন্তত পাঁচ বছর সময় লেগে যাবে। বিজেপি অবশ্য জানিয়েছেন বহুদলীয় গণতন্ত্রে সব দলের কার্যকারিতা থাকা উচিত। 
 

পশ্চিমবঙ্গে ২০২৪ পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি লড়বে সে কথা আগেই ঘোষণা করা হয়েছে পাটির পক্ষ থেকে। তবে বর্তমান শাসক দলের বিরুদ্ধে যখন প্রধান বিরোধী দল বিজেপি খুব একটা সুবিধা করতে পারছে না সেখানে আপ কতটা সফল হবে সে কথা সময়ই বলবে। 

No comments:

Post a Comment