নিউজ কলরব ডেস্ক ঃ আগামী ৩০ শে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষকের সমস্ত তথ্য দিয়ে মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবারে চাঞ্চল্যকর নির্দেশ দিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান মেধাতালিকায় পরীক্ষার্থীদের নাম্বার বিভাজনসহ সমস্ত তথ্য প্রকাশ করতে হবে পর্ষদকে।
রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতি উঠে এসেছে। মূলত ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে দুই দফায় নিয়োগ হয় প্রায় ৫৯ হাজার প্রাথমিক শিক্ষক। সেই সমস্ত নিয়োগকৃত শিক্ষকদের সমস্ত তথ্য দিয়ে পুরো মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেন এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সমস্ত শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা সহ কোন শিক্ষক লিখিত ও মৌখিক পরীক্ষায় কত নম্বর পেয়েছেন সে সমস্ত তথ্য তুলে মেধা তালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে।
প্রসঙ্গত ২০১৪ সালের টেট পরীক্ষায় মোট ২৩ লক্ষ আবেদন জমা পড়ে এর মধ্যে থেকে প্রায় ২১ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দেন। এরপর যারা টেট উত্তীর্ণ হন তাদের মধ্যে ৫৯ হাজার প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগে উঠেছে বারবার। অভিযোগ, অনেক যোগ্য প্রার্থীই চাকরি পাননি পরিবর্তে অপেক্ষা কৃত কম নম্বর পেয়ে অনেকেই নিয়োগপত্র পেয়েছেন। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন বেশি নম্বর পেয়ে নিয়োগপত্র না পাওয়া চাকরি প্রার্থীর।
এই মামলায় একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠেছে এখনো পর্যন্ত। ইতিমধ্যেই প্রথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অপসারণ করা হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অবসান ঘটাতে একাধিক যুগান্তকারী নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তেমনিই শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমস্ত তথ্য সহ মেধা তালিকা প্রকাশের নির্দেশে আশার আলো দেখছেন যোগ্য ও বঞ্চিত চাকরি প্রার্থীরা।
No comments:
Post a Comment