এদিন বিজেপী থেকে অবশ্য এ নিয়ে কিছু মন্তব্য করা হয় নি। বিজেপী জেলা নেতৃত্ব জানিয়েছে এটা নিয়ে আপাতত তারা কিছু বলবে না। প্রসঙ্গত একটি সোনার দোকানে চুরির অভিযোগে অন্যদের সাথে জড়িয়ে যায়। তার পরেই বেপাততা ছিলেন নিশিথ প্রামানিক। এদিন অবশ্য তিনি শহরেই ছিলেন। তিনি এ নিয়ে অবশ্য কিছু বলতে চান নি।নিজেকে গুটিয়ে নিয়ে বাইরে চলে যাবেন কোচবিহারের সাংসদ এমনটাও মনে করছেন অনেকে।
'নিশিথ প্রামানিক কোচবিহারের লজ্জা' গোটা কোচবিহার জুড়ে একটাই পোস্টার
নিজস্ব সংবাদদাতা (কোচবিহার) ঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে গোটা কোচবিহার জুড়ে একটাই পোস্টার। নিশিথ প্রামানিক কোচবিহারের লজ্জা।ওর কোন অধিকার নেই। ও একটা চোর।ও চুরি করেছে। এই প্রচারের সৌজন্যে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। আর গোটা কোচবিহারে এই পোস্টার দেখে একেবারেই বিপাকে পড়ে গিয়েছে কোচবিহার জেলা বিজেপী। কোচবিহারের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ মঙ্গলবার জানান, এই সব ব্যক্তি রাজনীতিকে নোংরা করে দিচ্ছে। ও একটা চোর,কোন অধিকার নেই ওর এই পদে থাকার। উল্লেখ্য ২০০৯ সালে আলিপুরদুয়ারে দু’টি সোনার দোকানে চুরির ঘটনায় সম্প্রতি নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। নিশীথ সাংসদ হওয়ার পরে, ওই মামলা দু’টি উত্তর ২৪ পরগনার বারাসতে সাংসদ-বিধায়কদের আদালতে চলে যায় কিন্তু আবার সেই মামলা দু’টি সম্প্রতি ফেরত আসে আলিপুরদুয়ার আদালতে। আর তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আলিপুরদুয়ার আদালত। এই ঘটনাই রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে দাড়ায় কোচবিহার সহ গোটা রাজ্যে।
~ ~
ad
POPULAR-desc:Trending now:
-
অভিজিৎ ঘোষ;(শান্তিনিকেতন) ৩০ মে : বর্তমানে করোনা মহামারি কালে করোনা মোকাবিলায় টেলিমেডিসিন পরিষেবা চিকিৎসা ব্যবস্থার অন্যতম দিক হয়ে দাঁড...
-
আয়ুব আলী (মুর্শিদাবাদ) : মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম খানকা-এ-কাদেরীয়া দরবার শরীফে মেদিনীপুর বড় হুজুর পাক হযরত সৈয়দ শাহ রশিদ ...
-
নিজস্ব সংবাদদাতা; কলকাতা ঃ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার দেশ ছেড়ে বিদেশ গিয়েছেন বলে অভিবাসন...
Subscribe Us
SEARCH
SECTIONS
- কলকাতা (9)
- খেলা (2)
- দেশ (2)
- পশ্চিমবঙ্গ (36)
LATEST
3-latest-65px
blogger-disqus-facebook
No comments:
Post a Comment