মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে অনাথ শিশুদের নিয়ে ভাইফোঁটা উৎযাপন

আইয়ুব আলী(মুর্শিদাবাদ) ঃ বাঙালীর সম্প্রীতি ও সৌভাতৃতবএর  বড় উৎসব ভাইফোঁটা। বৃহস্পতিবার সেই ভাইফোঁটা উৎসবকে এক দল অনাথ ছেলেমেয়েদের কাছে স্মরণীয় করে তুললো মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ ও সালার থানার  ভার প্রাপ্ত আধিকারিক অনিমেষ মুখার্জী।  মুর্শিদাবাদ জেলার  কান্দি মহকুমার সালার থানার  অন্তর্গত সোনারুন্দি গ্রামে একটি অনাথ আশ্রম রয়েছে, সেখানে ৬৫ জন অনাথ ছেলে মেয়ে থাকেন , তাদেরকে নিয়ে এক প্রাক্তন শিক্ষক এই আশ্রমটি পরিচালনা করেন, সালার থানার  ভার প্রাপ্ত আধিকারিক অনিমেষ মুখার্জীর মূলত তিনি নিজে উদ্যোগে আশ্রমের সুবিধা অসুবিধা খোঁজ খবর রাখেন এমনটাই জানা যায় আসামের পরিচালকের কাছ থেকে। তিনি সর্বদাই আশ্রমের ছেলেমেয়েদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। বিভিন্ন অনুষ্ঠানে তাদের সঙ্গে সময় কাটান। দিন কয়েক আগেই দুর্গাপুজোর সময় আশ্রমের আবাসিকদের নিয়ে দুর্গাপুজোর পরিক্রমা করান অনিমেষবাবু ও মুর্শিদাবাদ পুলিশ টেইলার উদ্যোগে। বৃহস্পতিবার ভাইফোঁটার দিনেও তার ব্যতিক্রম হলো না। আশ্রমের সেই ছেলে মেয়েদের নিয়ে ভাইফোঁটার অনুষ্ঠান শুরু করলেন সালার থানায়,  সালার থানার সকল অফিসারদেরকে নিয়ে ও এলাকার কালী পুজো কমিটির উদক্তাদের নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠান পরিচালনা করলেন।




No comments:

Post a Comment